Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
২৫ তম ভূমি বরাদ্দ কমিটির সভা
Details

অদ্য ০৭-১১-২০১৮ ইং তারিখ, রোজ বুধবার, সকাল ১১.০০ মি. সময় বিসিক ভবন, ওয়েজখালী, সুনামগঞ্জ কার্যালয়ে ২৫ তম ভূমি/প্লট বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ । সভায় উপস্থিত ছিলেন ০১) জনাব এনামুল হক, পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী, সুনামগঞ্জ। ০২) মোঃ মোজাম্মেল হক, সভাপতি, নাসিব, সুনামগঞ্জ। ০৩) জনাবা কলি তালুকদার, (চেম্বার কর্তৃক মনোনীত মহিলা সদস্য), সুনামগঞ্জ। ০৪) জনাব সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপক, শিসকে, বিসিক, সুনামগঞ্জ ও সদস্য সচিব, ভূমি/প্লট বরাদ্দ কমিটি এবং ০৬) মোঃ ফজলুল করিম, প্রমোশন কর্মকর্তা, পক্ষে শিল্পনগরী কর্মকর্তা, শিসকে, বিসিক, সুনামগঞ্জ।

Publish Date
07/11/2018
Archieve Date
12/05/2020